• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাজধানীতে বিধিনিষেধ অমান্য করায় ৩৪৫ জন গ্রেপ্তার

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ৩, ২০২১
রাজধানীতে বিধিনিষেধ অমান্য করায় ৩৪৫ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন জায়গায় কঠোর লকডাউনের সময় বিধিনিষেধ অমান্য করে ঘোরাফেরা করার অভিযোগে ৩৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফখাতেখারুল ইসলাম।

সোমবার (২ আগস্ট) বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।এ বিষয়ে ইফখাতেখারুল ইসলাম বলেন, ‘বিধিনিষেধ অমান্য করে এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মোবাইল কোর্টে ১৩৫ জনকে ১ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ আগস্ট শুক্রবার সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত গার্মেন্টসসহ সব ধরনের শিল্পকারখানা বন্ধ রেখে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন