• ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

আনুষ্ঠানিক বিচ্ছেদ বিল গেটস-মেলিন্ডার

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ৩, ২০২১
আনুষ্ঠানিক বিচ্ছেদ বিল গেটস-মেলিন্ডার

বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস দম্পতির বিচ্ছেদের খবর অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটসের আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে।

স্থানীয় সময় সোমবার (২ আগস্ট) যুক্তরাষ্ট্রের এক বিচারক তাদের বিচ্ছেদ অনুমোদন করেন। খবর: সিএনএন

এর আগে ৩ জুলাই নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্ত ঘোষণা দেন বিল গেটস ও মেলিন্ডা। তখন একসঙ্গে তারা দু’জন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ঘোষণা করেন। আর সেই ঘোষণাটির তিন মাস পর তাদের বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো।

আশির দশকের শেষের দিকে বিল গেটসের মাইক্রোসফট কোম্পানিতে যোগ দিয়েছিলেন মেলিন্ডা। সেখানেই দুজনের পরিচয়। ১৯৯৪ সালে তারা বিয়ে করেন। তাদের ২৭ বছরের দাম্পত্য জীবনে জন্ম হয় তিন সন্তানের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
   
     

Warning: Trying to access array offset on value of type bool in /home/sylhetn4/public_html/wp-content/themes/shakil news/inc/post-query.php on line 110

Warning: Trying to access array offset on value of type bool in /home/sylhetn4/public_html/wp-content/themes/shakil news/inc/post-query.php on line 110