সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা পরিস্থিতিতে খাদ্য সঙ্কটে থাকা উপজেলার দুই শতাধিক হতদরিদ্র বিভিন্ন শ্রেণিপেশার মানুষ কে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করা হয়।
রোববার (১ আগস্ট) দুপুরে উপজেলার আব্দুস সামাদ আজাদ মিলনায়তনে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে সাংবাদিক আব্দুল হাই এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু ,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হক প্রমুখ।জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, ‘করোনা পরিস্থিতিতে খাদ্য সঙ্কটে থাকা হতদরিদ্র মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সহায়তা আমরা রোববার অসহায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে তুলে দিয়েছি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন