• ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

হয়রানি করে বিজয় আটকানো যাবে না: আতিক

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ২, ২০২১
হয়রানি করে বিজয় আটকানো যাবে না: আতিক

সিলেট-৩ আসনের উপনির্বাচনে জাতীয়পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক এক বিবৃতিতে বলেছেন,সর্বত্র লাঙ্গলের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এজন্য একটি মহল লাঙ্গলের বিজয়কে ঠেকানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জনগণ সাথে থাকলে নেতাকর্মীদের হয়রানি করে লাঙ্গলের বিজয় আটকানো যাবে না ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘সিলেট-০৩ আসনের সর্বস্তরের মানুষ এবার লাঙ্গলকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ। এজন্য তিনি ভোটারদের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বর্তমানে মহামান্য হাইকোর্টের আদেশে নির্বাচন স্থগিত আছে। এমন পরিস্থিতিতে নেতাকর্মীদের শান্ত থেকে মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ থেকে মানুষকে হয়রানি না করার অনুরোধ জানিয়েছেন আতিক।’

বিবৃতিতে আতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘নির্বাচন কমিশনের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সব ধরনের ভয়ভীতিকে উপেক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে নিজনিজ এলাকায় অবস্থান করে লাঙ্গলের পক্ষের গণজোয়ার ধরে রাখতে হবে। সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিতে হবে এবং সাধ্যমত মানুষকে সহযোগিতা করে যেতে হবে।সিলেট-৩ আসনের সর্বস্তরের জনগণকে ধৈর্য্য ধরে নির্বাচন কমিশনের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমি সিলেট-০৩ আসনের মানুষের পাশে বিগত ৪১ বছর ধরে আছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব।’

তিনি এলাকার উন্নয়নে কাজ করার জন্য সকলের দোয়া চেয়েছেন। একই সাথে নির্বাচনে প্রার্থীতার পর থেকে এখন পর্যন্ত সার্বিকভাবে সহযোগিতা চালিয়ে যাওয়ার জন্য ভোটার ও নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন আলহাজ¦ মোহাম্মদ আতিকুর রহমান আতিক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন