• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে ‘নয়া দামান’ পর ভাইরাল ‘পালঙ্ক সাজাইলাম গো’

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ২, ২০২১
সিলেটে ‘নয়া দামান’ পর ভাইরাল ‘পালঙ্ক সাজাইলাম গো’

সিলেটের আঞ্চলিক ভাষায় ভাষায় গান মানেই ‌‘জনপ্রিয়তা’ এটা বারবার প্রমানিত হয়েছে। সম্প্রতি সিলেটের আঞ্চলিক ভাষায় ভাষায় ‘নয়া দামান’ গান গেয়ে ব্যাপক ভাবে ভাইরাল হন সিলেটের তরুণ কণ্ঠশিল্পী তসিবা বেগম। বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায় গানটি। সেই ভাইরাল হওয়া তসিবা বেগম এবার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ তে গাইলেন ‘পালঙ্ক সাজাইলাম গো’ শিরোনামের সিলেটের আরও একটি বিয়ের গান।

ইত্যাদিতে তসিবার গান প্রচারের পর ফের প্রশংসায় ভাসছেন সিলেটের এই শিল্পী। গানটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।সংগৃহীত কথা ও সুরে সিলেটের আঞ্চলিক এই বিয়ের গান নতুনভাবে উপস্থাপন করা হয় ইত্যাদির এই পর্বে।তসিবা বেগমের সঙ্গে গানটির র‍্যাপ অংশ গেয়েছেন আরেক শিল্পী মাহমুদুল হাসান।

গানটির সংগীতায়োজন করেছে সংগীত পরিচালক নাভেদ পারভেজ। নৃত্য পরিবেশন করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীরা।পালঙ্ক সাজাইলাম গো… গানটির ভিডিও নির্মাণ করছে ফাগুন অডিও ভিশন, এবং অনুষ্ঠানের নির্দেশনায় ছিলেন যথারীতি হানিফ সংকেত।

এমএনআই

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন