• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

করোনায় র‍্যাব-৩ এর নারী সদস্যের মৃত্যু

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ৩১, ২০২১
করোনায় র‍্যাব-৩ এর নারী সদস্যের মৃত্যু

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাশেদা ফেরদৌস (৪১) নামের এক র‍্যাব সদস্য মারা গেছেন।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। র‌্যাবে এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে কোনো নারী সদস্য মারা গেলেন।

আনসার সদস্য রাশেদা ফেরদৌস র‌্যাব-৩–এ প্রেষণে কর্মরত ছিলেন। শুক্রবার র‌্যাবের পাঠানো এক শোকবার্তায় এসব তথ্য জানানো হয়।রাশেদা করোনায় আক্রান্ত হয়ে গত রোববার থেকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে গত বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করে লাইফ সাপোর্টে রাখা হয়।

সেখানেই মারা যান তিনি। রাশেদা গত ৫ মার্চ থেকে র‌্যাবে কর্মরত ছিলেন।রাশেদা ফেরদৌসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। রাশেদাকে তাঁর গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে দাফন করা হয়েছে।সুত্র প্রথম আলো ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন