• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

র‍্যাব-৯ এর অভিযানে কিন ব্রিজের নিচ থেকে গাঁজাসহ ১০ ব্যবসায়ী গ্রেপ্তার

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ২৯, ২০২১
র‍্যাব-৯ এর অভিযানে কিন ব্রিজের নিচ থেকে গাঁজাসহ ১০ ব্যবসায়ী গ্রেপ্তার

সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন কিনব্রিজের নিচ থেকে গাঁজাসহ ১০ জনকে মাদক ব্যবসায়ী সন্দেহে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

বুধবার (২৮ জুলাই) সকাল সাড় ১১টার দিকে র‌্যাব-৯, সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল কিনব্রিজের নিচে সার্কিট হাউজের সামনে পাঁকা সড়কের উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‌্যাব। অভিযানে নেতৃত্ব দেন মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার।

গ্রেপ্তারকৃতরা হলেন মো.শফিক (২৭),মো.জুয়েল আহম্মেদ (৩০), মো. নান্নু খাঁ (৩৫),মো.ফয়েজ আহম্মেদ (৩৫), মো. ইসরাইল (৩০),মো.রিয়াদ মাহমুদ আকাশ(২৮)মো.রাসেল(৩৫),মো.জনি(২৫),মো. রাকিব (১৮), মো. সুমন (৩২)।

পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদেরকে এসএমপির কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন;২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(ক)৪১ ধারা মূলে মামলা দায়েরপূর্বক হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন