• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

প্রেস কনফারেন্স নামে সাংবাদিকদের সাথে টাকা বানিজ্য,সিলেট ৩ আসনের প্রার্থী আতিকের

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ২৬, ২০২১
প্রেস কনফারেন্স নামে সাংবাদিকদের সাথে টাকা বানিজ্য,সিলেট ৩ আসনের প্রার্থী আতিকের

লাঙ্গল মার্কা পেলেই বিজয় নিশ্চিত। আর এই নিশ্চিত বিজয় অর্জনের জন্য যত টাকাই লাগুক,খরচ করতে হবে।এটাই এবারের সিলেট তিন আসনের সংসদ নির্বাচনে প্রধান বিরুধী দল জাতীয় পার্টি’ প্রার্থী’র মনোভাব। এ জন্য জয় পেতে প্রার্থী লাখ লাখ টাকা খরচ করে যাচ্ছেন। আর যেকোনো মূল্যে জয়ী হতে হবে এমন মনোভাব দেখা গেছে।

সরজমিনে দেখা গেছে,প্রেস কনফারেন্স নামে লাঙ্গল পার্থীর টাকা বানিজ্য। কি ভাবে সাংবাদিককে খুশি রাখা যায় ও দেখি দেখি খাম ও হাত মিলানোর এক মিলন মেলা যেন রূপ নিয়েছিল দক্ষিন সুরমা আব্দুর নুর কমিউনিটি সেন্টারে।

কিছু সাংবাদিক লাঙ্গল প্রার্থী সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির আতিকুর রহমান আতিকের পিছু পিছু ঘুরতে দেখা গেছে।

আজ (২৫ জুলাই) রোববার দুপুর দেড়টায় স্বাস্থ্যবিধি মেনে এক সংবাদ সম্মেলনের আয়োজনের ডাক দিয়ে ছিলেন আতিক ।এই ডাকে উপস্থিত হন সিলেটের অনেক সাংবাদিক।

নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনটি দক্ষিণ সুরমা বাইপাসে আতিকের প্রধান নির্বাচনী কার্যালয় আল নুর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্টানে লাঙ্গল প্রার্থী সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক অন্যান্য প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেন।

তবে এব্যাপারে নির্বাচন কমিশন অথবা আইনশৃঙ্খলা বাহিনী’র কাছে কোনু অভিযোগ দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে সাংবাদিকদের কাছে সহযোগিতা চেয়েছেন।

এরপর প্রেস কনফারেন্স শেষে উপরের সব দৃশ্যসরজমিনে দেখা গেছে।
এ ব্যাপারে এক সাংবাদিক জানান,২/৩জন সাংবাদিকের মাধ্যমে ১০০০ এক হাজার ও ৫০০ টাকা করে সাংবাদিকদের দেওয়া হয়েছে।এবং খাবারও দেওয়া হয়ছে বলে জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন