• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

পর্নো সিনেমা মামলায় শিল্পাকে জিজ্ঞাসাবাদ

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ২৪, ২০২১
পর্নো সিনেমা মামলায় শিল্পাকে জিজ্ঞাসাবাদ

পর্নো সিনেমা বানানোর মামলায় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে সোমবার রাতে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।এদিকে রাজ কুন্দ্রাকে গ্রেপ্তারের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী। এবার সেই মামলায় শিল্পাকে জিজ্ঞাসাবাদ শুরু করল মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২০ সালের ডিসেম্বরে শিল্পা কেন ভিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর পদ থেকে সরে যান, সেটি অভিনেত্রীর কাছে জানতে চান তদন্তকারী কর্মকর্তারা।

রাজের সেসব পর্নো ভিডিও তৈরি থেকে হিসাব রাখা, সবই চলত এই ভিয়ান ইন্ডাস্ট্রিজের মাধ্যমে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, শুধু রাজ কুন্দ্রা নয়, পর্নো মামলায় শিল্পার ব্যাংক অ্যাকাউন্ট ও আর্থিক লেনদেনও খতিয়ে দেখতে চায় মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

হটসট (যে অ্যাপে রাজ কুন্দ্রার বানানো ছবিগুলো প্রকাশ হত) বা এ ধরনের কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে শিল্পার কোনো আয় হয়েছে কিনা তদন্তের স্বার্থে সেটি জানতে চান তদন্তকারী কর্মকর্তারা।

হটসট নামের এই অ্যাপের মালিকানাও ছিল ভিয়ান ইন্ডাস্ট্রিজ হাতে।জানা গেছে, শিল্পা শেঠি ভিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর পদে ছিলেন। তবে ২০২০ সালে তিনি সেই পদ থেকে সরে যান।শুক্রবার পর্নো মামলায় তল্লাশি চালাতে শিল্পা শেঠির জুহুর বাড়িতে যায় মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তবে তল্লাশি চালানোর সময় কোনো গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে কিনা সেটি এখনও জানা যায়নি।

মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের এক কর্মকর্তা বলেন, ‘আমাদের তদন্তে জে এল স্ট্রিম অ্যাপের ভূমিকাও সামনে এসেছে। সম্প্রতি আমরা রাজের দুই সংস্থার অফিসে অভিযান চালিয়েছি। বেশ কয়েকটি অপরাধমূলক প্রমাণ উদ্ধার করা হয়েছে।’

জানা গেছে কয়েক মাস আগে এই জে এল স্ট্রিম অ্যাপের প্রচারও চালিয়েছেন শিল্পা। সে জন্য একটি ভিডিও শুট করেন তিনি।

এদিকে শুক্রবারই এই মামলায় রাজ কুন্দ্রার পুলিশি হেফাজতের মেয়াদ ২৩ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত বাড়িয়েছে আদালত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •