• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

র‍্যাব -৯ এর অভিযানে গোয়াইনঘাট থেকে ৪৮৩ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ২৪, ২০২১
র‍্যাব -৯ এর অভিযানে গোয়াইনঘাট থেকে ৪৮৩ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২২ জুলাই ২০২১ ইং তারিখ ২৩.৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, ব্যাটালিয়ন সদর (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম, এএসসি, পিএসসি (অধিনায়ক, র‌্যাব-৯, সিলেট) ও মেজর মোঃ মাহফুজ এবং এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার/

ফোর্স সহ অভিযান পরিচালনা করে সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন ধর্মগ্রাম সাকিনস্থ মেসার্স আয়নুল ভ্যারাইটিজ স্টোর নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর ক। ফেন্সিডিল = ৪৮৩ বোতল, খ। নগদ টাকা = ৩,৫০০/-, গ। মোবাইল = ০১টি, ঘ। সীম = ০১টি ধৃত ব্যক্তির হেফাজত হইতে উদ্ধারপূর্বক জব্দকরে (১) মোঃ দিলাল উদ্দিন (২৫), পিতা- মৃত তেরা মিয়া,

সাং- ধর্মগ্রাম, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট’কে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৪ (গ) ধারায় মামলা দায়ের পূর্বক আসামী এবং জব্দকৃত আলামত সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন