• ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মাধবপুরে ১০০২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ২৪, ২০২১
মাধবপুরে ১০০২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী

হবিগঞ্জের মাধবপুরে ১০০২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার দুপুরে র‌্যাব-৯ এর অভিযানে উপজেলার আদাঐর ইউনিয়ন এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হচ্ছে- উপজেলার রসুলপুর গ্রামের মো. আজগর আলীর ছেলে মো. মিটু মিয়া ও মো. মিনার মিয়ার ছেলে মো. মারজান মিয়া।

শুক্রবার রাতে র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ৪ নম্বর আদাঐর ইউনিয়নের রাজনগর এলাকায় অভিযান চালায়। এসময় ১০০২ পিস ইয়াবা জব্দসহ মো. মিটু মিয়া ও মো. মারজান মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাধবপুর থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

অভিযানে পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা নেতৃত্ব দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন