• ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিছনাকান্দিতে নৌকা ডুবে ২ কিশোরের মৃত্যু

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ২৪, ২০২১
বিছনাকান্দিতে নৌকা ডুবে ২ কিশোরের মৃত্যু

গোয়াইনঘাটের বিছনাকান্দিতে নৌকা ডুবির ঘটনায় দুই কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে।শুক্রবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার টেকনাগুল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।পরে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হচ্ছে- সিলেট নগরের ৫ নম্বর ওয়ার্ডের গোয়াইপাড়া মল্লিকা আবাসিক এলাকার মৃত পান্নু মিয়ার ছেলে সাগর ও আলী হোসেনের ছেলে রুমেল।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শুক্রবার রাত সাড়ে ৮টার সিলেটটুডেকে বলেন, ‘বিছনাকান্দির টেকনাগুল নামক খাল পার হতে গিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। স্থানীয়ভাবে শোনেছি শুক্রবার দুপুরের দিকে ঘটনা। আমরা জাফলং সাইটে ছিলাম। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তারা মারা যায়। হাসপাতাল থেকে আমরা খবর পাই। তারা (কিশোর) শহরের ছেলে। সাঁতার জানত না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন