• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিসিক মেয়র আরিফের শ্বশুরের ইন্তেকাল

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ২১, ২০২১
সিসিক মেয়র আরিফের শ্বশুরের ইন্তেকাল

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর শ্বশুর বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী হাদী মোহাম্মদ শহীদ হাসান আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার বিকেলে (২০ জুলাই) মৃত্যুবরণ করেন।

ময়মনসিংহের নওমহল এলাকায় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বুধবার ঈদের জামাতশেষে সকাল সাড়ে ৯টায় নওমহল বড় মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

শ্বশুরের মৃত্যুর খবর পেয়ে মেয়র আরিফুল হক চৌধুরী স্বপরিবারে সড়কপথে ময়মনসিংহের উদ্দেশ্য যাত্রা করেছেন। যাওয়ার আগে মেয়র আরিফুল হক চৌধুরী তার প্রয়াত শশুরের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন