• ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বৃষ্টি উপেক্ষা করে সিলেটে মসজিদে মসজিদে ঈদ জামাত

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ২১, ২০২১
বৃষ্টি উপেক্ষা করে সিলেটে মসজিদে মসজিদে ঈদ জামাত

বৃষ্টি উপেক্ষা করেই হাজারো মুসল্লির উপস্থিতিতে সিলেটে পবিত্র ঈদুল আজহার একাধিক জামাত জামাত অনুষ্ঠিত হয়েছে সিলেটে বড়-ছোট মসজিদগুলোতে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকেই মুশলধারে ঝড়া বৃষ্টির ধারা অব্যাহত ছিল ঈদের দিন সকাল পর্যন্ত। এরমধ্যেই ঈদের নামাজ আদায় করেন সিলেটের ধর্মপ্রাণ মুসল্লিরা।

বুধবার (২১ জুলাই) সকালে সিলেটের ধর্মপ্রাণ মুসল্লিরা বৃষ্টি উপেক্ষা করে ছাতা নিয়ে মসজিদে হাজির হন। ঈদের জামাত আদায় করে করোনামুক্তির জন্য মহান আল্লাহর কাছে দুই হাত তুলে মোনাজাত করেন তারা। করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় বিগত দিনগুলোরমতো এবারও সিলেট নগরের ঈদগাহগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।

এর আগে গত ১৮ জুলাই নগরবাসীকে ঈদগাহে না গিয়ে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের আহ্বান জানিয়েছিলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। ফলে এবারও হয়নি ঈদগাহে জামাত। তবে সিলেটজুড়ে প্রায় ৫০০ মসজিদে হয়েছে ঈদের জামাত।

সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে। এখানে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেন মুসল্লিরা। একইভাবে নগরের বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এরমধ্যে সকাল ৭টায় প্রথম, ৮টায় দ্বিতীয় ও ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়।

বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদেও তিনটি জামাত অনুষ্ঠিত হয়। এরমধ্যে সকাল ৮টায় প্রথম, ৯টায় দ্বিতীয় ও ১০টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে ও লামাপাড়া জামে মসজিদে সকাল ৮টায় একটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া হজরত শাহপরান (রহ.) মাজার মসজিদ, হজরত বোরহান উদ্দিন মাজার মসজিদ, কাজীরবাজার জামেয়া ইসলামিয়া মাদরাসা মসজিদসহ বিভিন্ন মসজিদে সকাল ৭টা, ৮টা ও ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

এদিকে বৃষ্টি মাথায় নিয়েই এসব ঈদ জামাতে মুসল্লিরা হাজির হন। তারা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের নিমিত্তে নামাজ আদায় করেন ও খুতবা শুনেন। মোনাজাতে অংশ নিয়ে মুসল্লিরা করোনামুক্তির জন্য কান্নায় ভেঙে পড়েন। ঈদ জামাত শেষে সামর্থ্যবানরা পশু কোরবানি ও চামড়া ছাড়াতে ব্যস্ত সময় পার করছেন সিলেট নগরবাসী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন