• ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নবীগঞ্জে ফিশারীর পাহাড়াদারের ঝুলন্ত লাশ উদ্ধার

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ২১, ২০২১
নবীগঞ্জে ফিশারীর পাহাড়াদারের ঝুলন্ত লাশ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওড়ে সাবেক এমপির মৎস্য ফিশারীর পাহারাদার জাহাঙ্গীর মিয়ার ( ৩৫ ) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ ।

মঙ্গলবার (২০ জুলাই ) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার বাউসা ইউনিয়নের গুঙ্গিয়াজুড়ি হাওড়ে সাবেক এমপি মুনিম চৌধুরী বাবুর মালিকানাধীন ফিশারীর একটি ঘর থেকে লাশ উদ্ধার করা হয় । জাহাঙ্গীর মিয়া নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের মতিন মিয়ার ছেলে । সে সাবেক এমপি মুনিম চৌধুরী বাবুর মালিকানাধীন ফিশারীর পাহাড়াদার হিসেবে কর্মরত ছিল ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , হবিগঞ্জ -১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এম এ মুনিম চৌধুরীর বাবুর মালিকানাধীন মৎস্য ফিশারী উপজেলার বাউসা ইউনিয়নের গুঙ্গিয়াজুড়ি হাওড়ে অবস্থিত । দীর্ঘদিন ধরে ওই ফিশারীর পাহাড়াদার হিসেবে কর্মরত ছিলেন জাহাঙ্গীর মিয়া । পাহাড়াদার জাহাঙ্গীর ফিশারীর পাড়ে একটি ঘরে বসবাস করতেন । মঙ্গলবার বিকেলে বসত ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় জাহাঙ্গীরের দেহ দেখেন পান স্থানীয় লোকজন । পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে । তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ – বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খায়ের ।

এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন , বসত ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় জাহাঙ্গীরের লাশ উদ্ধার করা হয়েছে । এ বিষয়ে আপাতত কিছু বলা যাচ্ছেনা আমরা কাজ করছি , ছুরতহাল রিপোর্ট ও ময়না তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন