• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নগরীর আখালিয়া থেকে পাইপগানসহ তরুণ গ্রেপ্তার

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ২১, ২০২১
নগরীর আখালিয়া থেকে পাইপগানসহ তরুণ গ্রেপ্তার

সিলেট নগর থেকে একটি পাইপগানসহ মোহন আহমেদ মিলন (২৫) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব।সোমবার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নগরীর আখালিয়া এলাকায় অভিযান চালিয়ে পাইপগানসহ তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মিলন নেত্রকোনো জেলার দুর্গাপুর থানার শোষন দুর্গাপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২০ জুলাই) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি কোম্পানী (ইসলামপুর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল কোতোয়ালী থানার আখালিয়া আনসার ক্যাম্পের গেইট এলাকায় অভিযান চালায়। এসময় মোহন আহমেদ মিলনকে পাইপগানসহ গ্রেপ্তার করা হয়।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম নেতৃত্ব দেন।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে কোতোয়ালী থানার তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন