সিলেট সিটি করপোরেশনের ২২,২৩,ও ২৪ নং ওয়ার্ড বাসীসহ দে-শ ও দেশের বাইরে সর্বস্তরের জনগণকে ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর রেবেকা আক্তার লাকী।
করোনা পরিস্থিতির মধ্যে সবাইকে নিরাপদে সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনুষ্ঠানিকতা পালনের আহবানও জানান লাকী,
এক শুভেচ্ছা বার্তায় লাকী বলেন,একটি ভিন্ন পরিস্থিতিতে এবার পালন করতে হচ্ছে মুসলিম উম্মাহর অন্যতম বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ঈদ-উল আযহা।
বিশ্বজুড়ে করোনা মহামারির এই সময়ে জনজীবন বিপর্যস্ত। ফলে সতর্কতার সঙ্গে এবং নানা বিধিনিষেধ মেনে পালন করতে হবে ঈদ।
তিনি আরও বলেন,মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে অনেকেই কোরবানি দেবো। তবে কোরবানির পশু জবাই করতে গিয়ে যেন পরিবেশ দূষণ না হয় সেদিকে সবাইকে সর্তক থাকতে হবে।
পশু কোরবানির বর্জ্য রাস্তাঘাটে,ড্রেনে,খাল বা ছড়ায় ফেলবেন না। কোরবানি শেষে দ্রুত বর্জ্য নিজ উদ্যোগে পরিচ্ছন্ন করার আহবান জানান।
সরকারি নির্দেশনা অনুযায়ী ঘরে থাকুন,সুস্থ থাকুন। নিজে সচেতন হউন,অন্যকে সচেতন করুন। আমার প্রিয় ওয়ার্ড বাসীকে আবারও জানাই ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন