• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট মহানগর তাঁতী লীগ নেতা মুমিন এর ঈদ শুভেচ্ছা

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ২০, ২০২১
সিলেট মহানগর তাঁতী লীগ নেতা মুমিন এর ঈদ শুভেচ্ছা

সিলেট মহানগর তাঁতি লীগের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদ- উল- আযাহার শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর তাঁতী লীগের সিনিয়র সদস্য ও ফিজা এন্ড কোম্পানীর পরিচালক তরুন সমাজসেবক আজহারুল ইসলাম মুমিন।

এক শুভেচ্ছা বার্তায় তরুন এই সমাজসেবক বলেন।এই আনন্দময় উৎসবে আমাদের অগণিত, স্টাফ ,বিজ্ঞাপনদাতা,এজেন্ট,কাস্টমার বিপণনকর্মী ও শুভানুধ্যায়ীর প্রতি রইল ঈদের শুভেচ্ছা। পবিত্র ঈদুল আজহার আনন্দ অমলিন হোক।

এক বাণীতে তিনি বলেন পবিত্র ঈদুল আজহা মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব৷ ঈদ সব শ্রেণীর পেশার মানুষের মধ্যে গড়ে তুলে সৌহার্দ্য , সম্প্রীতি, ঐক্যের বন্ধন ৷ এবার ঈদুল আজহা এমন একটি সময় সমাগত যখন বৈশ্বিক, মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ৷ আমাদের অনেকেই করোণা ভাইরাসে আক্রান্ত আপনজনকে হারিয়েছি৷ সারা দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়েছে ৷

খেটে খাওয়া সাধারণ মানুষের আয় রোজগার বন্ধ হয়ে গিয়েছে৷ দীর্ঘ বেশ কয়েক মাস দুর্বিষহ জীবন যাপন করতে হয়েছে৷ দীর্ঘদিন লকডাউন থাকায় মানুষের জীবন হয়েছিল দুর্বিষহ৷

এই বৈশ্বিক মহামারী থেকে আপনাকে এবং আপনার আশপাশে লোকজনকে আপনজনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মমাফিক মাক্স পরিধান বাধ্যতামূলক করতে হবে ৷

নিজের শরীরের প্রতি যথেষ্ট যত্ন নিতে হবে বৃদ্ধ মা-বাবাকে সার্বক্ষণিক সেবাযত্নের মধ্যে রাখতে হবে৷ নিয়মমাফিক মেনে বাকি জীবন অতিবাহিত করতে হবে৷

শুভেচ্ছা বার্তায় প্রতিটি নেতা কর্মীদের অগাধ ভালোবাসায় শুভেচ্ছা জানিয়ে মুমিন বলেন, ঈদুল আযহার শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা,বিদ্বেষ ভূলে সাবাই, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সাথে সাথে করোনা ভাইরাসের দূর্যোগ মোকাবেলা করে যাচ্ছে তা বিশ্ববাসীর কাছে খুবই প্রসংসনীয়। তথাপি করোনা ভাইরাসের মহামারিতে বিশ্ব সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে নিরানন্দ, ভয় ও আতঙ্ক।

সবাই মিলে এ অদৃশ্য কোভিট-১৯ এর কবল থেকে বিশ্ববাসীকে রক্ষা করতে আমরা মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন