• ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সিলেটে হাটেই মারা গেল ১৬ মণ ওজনের গরু

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ১৯, ২০২১
সিলেটে হাটেই মারা গেল ১৬ মণ ওজনের গরু

সিলেটে হাটে তুলতেই মারা গেল ১৬ মণ ওজনের একটি গরু। ধারণা করা হচ্ছে হাটে অতিরিক্ত গরমের কারণেই গরুটি মারা গেছে। শনিবার (১৭ জুলাই) বিকেলে গরুটি নগরের কাজিরবাজার গরুর হাটে বিক্রির জন্য আনা।

ব্যবসায়ীরা জানান, সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা সেবুল মিয়া দীর্ঘদিন ধরে গরুটি বাড়িতে রেখে লালন পালন করেন। গরুটি কোরবানির জন্য বিক্রি করতে তিনি নিয়ে আসেন নগরের সবচেয়ে বড় পশুর হাট কাজির বাজারে। কিন্তু হাটে আনতেই অতিরিক্ত গরমে গরুটি মারা গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

বিশাল আকৃতির গরুটি বাজারে তুলার পর হঠাৎ করে মারা যাওয়ায় ব্যবসায়ী সেবুল মিয়া যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। পরে তার সঙ্গে হাটে আশা লোকজন তাকে গাড়িতে তুলে বাড়িতে নিয়ে যান।

পরে মৃত গরুটি একটি ঠেলাগাড়িতে করে হাট থেকে সরিয়ে নেওয়া হয় বাজার কমিটির তত্ত্বাবধানে।

ব্যবসায়ীদের ধারণা, অতিরিক্ত গরমে মারা যেতে পারে।প্রায় ১৬ মণ ওজনের এই গরুটি ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন