• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সিলেটে নতুন আরও ৩৪১ জনের করোনা শনাক্ত

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ১৯, ২০২১
সিলেটে নতুন আরও ৩৪১ জনের করোনা শনাক্ত

সিলেটের তিনটি পিসিআর ল্যাবে একদিনে ৩৪১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।রোববার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব, সরকারি বক্ষব্যাধি হাসপাতালের ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব সুত্র জানায়, রবিবার ওসমানীর ল্যাবে ১৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।আর বক্ষব্যাধি হাসপাতালে ৬৮ জনের নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার শতকরা ৬৯ শতাংশ।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ল্যাব ইনচার্জ নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

নতুন শনাক্তদের মধ্যে হবিগঞ্জের ২২ জন এবং মৌলভীবাজার জেলার ৮২ জন রয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন