• ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

খেলা চলা অবস্থায় যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের বাইরে গুলি

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ১৯, ২০২১
খেলা চলা অবস্থায় যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের বাইরে গুলি

ছবি: নিউইয়র্ক টাইমস

স্টেডিয়ামে খেলা চলা অবস্থায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল পার্ক স্টেডিয়ামের বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় স্টেডিয়াম ছিল দর্শকে ভর্তি।

খবরে বলা হয়, ন্যাশনাল পার্ক স্টেডিয়ামে দুটি দলের মধ্যে বেসবল খেলা চলছিল। খেলার ষষ্ঠ ইনিংস চলাকালে বাইরে কয়েক দফা গুলির শব্দ শোনা যায়। মুহূর্তে স্টেডিয়ামের দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মাইকে দর্শকদের শান্ত থাকার জন্য বলা হলেও ছোটাছুটি শুরু হয়।

গুলির এই ঘটনার পর স্টেডিয়ামে খেলা বন্ধ হয়ে যায়। স্থগিত হওয়া খেলা আগামী রোববার অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবিধানে নাগরিকদের অস্ত্র রাখার অধিকার দেওয়া হয়েছে। তবে অঙ্গরাজ্যগুলো নিজস্ব আইনের মাধ্যম আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ করে।

যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঙ্গরাজ্যেই অস্ত্র ক্রয় করা সহজ। সহজে পাওয়া এসব অস্ত্র সড়কপথে এক অঙ্গরাজ্য থেকে অন্য অঙ্গরাজ্যে স্থানান্তরিত হয়।

ওয়াশিংটন ডিসির যে এলাকায় এই গুলির ঘটনা ঘটেছে, সেটি সাম্প্রতিক সময়ে আগ্নেয়াস্ত্র সহিংসতার জন্য চিহ্নিত হয়ে উঠেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন