• ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ভারতে টিকার যোগান বাড়লে বাংলাদেশও পাবে: হাই কমিশনার

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ১৮, ২০২১
ভারতে টিকার যোগান বাড়লে বাংলাদেশও পাবে: হাই কমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ‘ভারতে টিকার যোগান বাড়লে দ্রুত বাংলাদেশকে টিকা সরবরাহ করা সম্ভব হবে। টিকা সরবরাহের অবস্থা কী- সেটি জানার জন্যই ভারতে যাচ্ছি।রোববার (১৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘খুব দ্রুত সময়ের মধ্যে চুক্তি অনুযায়ী ভারতে উৎপাদিত টিকা বাংলাদেশে সরবরাহ করা হবে। বাংলাদেশের চুক্তি অনুযায়ী বাকি টিকা খুব শিগগিরই কীভাবে দেওয়া যায় সেই চেষ্টাই চলছে।’

তিনি আরেও বলেন, ‘আখাউড়া-আগরতলা রেলপথের নির্মিত কাজ করোনা ভাইরাসের কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে। এটি ডিসেম্বর নাগাদ শেষ হয়ে যাবে। বাংলাদেশ ও ভারতের সড়ক যোগাযোগ ব্যবস্থাও উন্নত হয়েছে। এতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে, ভারতেরও রপ্তানি বেড়েছে। এটি সবার জন্যই ভালো।’

সস্ত্রীক বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সকাল ৮টা ৪৮ মিনিটে আখাউড়া ইমিগ্রেশনে পৌঁছায়। এ সময় চেকপোস্টে বিক্রম দোরাইস্বামীকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার, আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন