• ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে ভূমিধস, নিহত ১৫

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ১৮, ২০২১
প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে ভূমিধস, নিহত ১৫

ভারতের বৃহত্তম শহর মুম্বাইয়ে প্রবল বৃষ্টির মধ্যে কয়েকটি বাড়ি ভেঙে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।স্থানীয় সময় শনিবার রাত ৮টা থেকে রোববর সকাল ২টা পর্যন্ত এ ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মুম্বাই রাজ্যের চেম্বুর ও ভিক্রোলি এলাকায় এ নিহতের ঘটনা ঘটেছে।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অঞ্চলগুলোতে রেড এলার্ট জারি করা হয়েছে এবং কাউকে বাহিরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের কর্মকর্তারা। এনডিটিভি

নিহত ১৫ জনের মধ্যে ভিক্রোলি এলাকায় তিনজন নিহত হয়েছে যারা একটি আবাসিক ভবন ধসে রোববার সকালে মারা গিয়েছে বলে জানিয়েছে নগরীর পৌর সংস্থা বিএমসি। এছাড়া চেম্বুরের ভারত নগর এলাকা থেকে ১৫ জন ও ভিক্রোলির সূর্য নগর থেকে নয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকাজ এখনো চলছে। তবে তারা আশঙ্কা করছে ঊভয় অঞ্চলে অনেক লোক আটকা পড়ে আছে। ভারী এ বৃষ্টিপাতে চুনাভাট্টি, সিয়ন, দাদার, গান্ধী মার্কেট, চেম্বুর এবং কারলা এলবিএস রোডে ভয়াবহ এ বন্যার সৃষ্টি হয়েছে। আর জলাবদ্ধতার কারণে এসব অঞ্চলে রেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সম্পাদনা : রাশি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
   
     

Warning: Trying to access array offset on value of type bool in /home/sylhetn4/public_html/wp-content/themes/shakil news/inc/post-query.php on line 110

Warning: Trying to access array offset on value of type bool in /home/sylhetn4/public_html/wp-content/themes/shakil news/inc/post-query.php on line 110