• ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্তের মৃত্যুতে মহানগর আওয়ামী লীগের শোক

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ১৮, ২০২১
চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্তের মৃত্যুতে মহানগর আওয়ামী লীগের শোক

সিলেটের প্রবীণ বরেণ্য চিত্রশিল্পী ও শিক্ষক অরবিন্দ দাসগুপ্ত করোনায় আক্রান্ত হয়ে আজ ১৮ জুলাই সকাল শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সিলেটের কিংবদন্তি এই চিত্রশিল্পী মৃত্যুকালে স্ত্রী, এক সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন