• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

এবারও শাহী ঈদগাহে ঈদের জামাত হবে না

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ১৮, ২০২১
এবারও শাহী ঈদগাহে ঈদের জামাত হবে না

বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে বিপর্যস্ত জনজীবন। দেশ তথা সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এরই মধ্যে মুসলিমানদের ধর্মীয় বৃহত্তম অনুষ্ঠান ঈদ উল আযহা পালিত হবে। পরিস্থিতি বিবেচনায় করোনাভাইরাসের সংক্রমণ রোধ কল্পে এবারও সিলেটের ঐহিত্যবাহী শাহী ঈদগাহসহ নগরের সকল ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না।

রোববার (১৮ জুলাই) বিকেলে নগর ভবনে শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সাথে এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে সিলেট মহানগরের ছোট বড় সকল মসজিদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে একাধিক ঈদের জামাত অনুষ্ঠান আয়োজন করা যাবে।

ঈদের জামাত ও কোরবানির আনুষ্ঠানিকতায় স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানিয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ত্যাগের মহিমায় এই ঈদে আমরা অনেকেই পশু কোরবানি দেবো। তবে কোরবানির মাধ্যমে পরিবেশ যাতে বিপর্যস্ত না হয় সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। নির্ধারিত স্থানে পশু কোরবানি দিন এবং রাস্তাঘাটে যাতে কোরবানির ময়লা আবর্জনা বা পশুর চামড়া ফেলে রাখবেন না।

সিসিক মেয়র বলেন, কোরবানির পশুর চামড়া আপনার বাসা-বাড়িতেই রাখুন। প্রয়োজনে সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা সংগ্রহ করবে। কোন অবস্থাতেই রাস্তায়, ড্রেনে, খাল বা ছড়ায় ফেলে দেবেন না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন