• ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নান্দনিক সিলেট ৩ গড়ে তুলতে শ্রমিকদের কল্যাণে কাজ করব: হাবিব

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ১৬, ২০২১
নান্দনিক সিলেট ৩ গড়ে তুলতে শ্রমিকদের কল্যাণে কাজ করব: হাবিব

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন,নান্দনিক সিলেট ৩ গড়ে তুলতে শ্রমিকদের সমস্যা দূর করতে হবে। আগামী ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন শ্রমিকদের বিভিন্ন সমস্যা রয়েছে এ সমস্যাগুলো নিরসনে আমি কাজ করব।

হাবিবুর রহমান হাবিব বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিকলীগ ও সিএনজি সমিতির উদ্দ্যােগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও ফাহিম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম জেলা আওয়ামী লীগ নেতা এ আর সেলিম, প্রবাসী জুবের আহমদ সেলিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মিফতাহ , যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মুজিবুর রহমান জকন, সাবেক উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, উপজেলা আওয়ামী লীগ নেতা এবিএম কিবরিয়া মঈনুল, সাইফুল ইসলাম, আব্দুর রশিদ, হাজী এনাম আহমদ, তরিকুল ইসলাম ময়না, আশফাকুল ইসলাম সাব্বির, সালেহ আহমদ, যুবলীগ নেতা মিজানুর রহমান বাবেল, শাহ্ মুহিত হোসেন, শাহ্ রায়হান।বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন