• ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কোতোয়ালী থানা পুলিশের অভিযানে,১৪০ বোতল চোরাই সয়াবিন তেল উদ্ধার আটক’৩

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ১৩, ২০২১
কোতোয়ালী থানা পুলিশের অভিযানে,১৪০ বোতল চোরাই সয়াবিন তেল উদ্ধার আটক’৩

গত ০৬/০৭/২০২১খ্রিঃ তারিখ বেলা অনুমান ১১.২০ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন মধুশহীদস্থ মধুশহীদ মাজারের সামনে পাকা রাস্তার উপর হতে অজ্ঞাতনামা চোর বা চোরেরা প্রতারনা পূর্বক জনৈক তাহমিদ দাউদ কুরাইশ এর বসুন্ধরা সয়াবিন তেল ০৫ লিটার বিশিষ্ট ৩৭টি কাটুন, যার প্রতি কাটুনে ০৪ করে =১৪৮টি এবং পৃথক ০২টি খোলা বোতল সহ সর্বমোট ১৫০টি বোতল, যার মূল্য ১,০০,৫০০/- (এক লক্ষ পাঁচশত) টাকা চুরি করে নিয়ে যায়। অফিসার ইনচার্জ জনাব এসএম আবু ফরহাদ এর সার্বিক নির্দেশনায় এসআই(নিঃ)/এএইচএম রাশেদ ফজল, এসআই(নিঃ)/রমাকান্ত দাস ও ফোর্সদের সহায়তায় ১১/০৭/২০২১খ্রিঃ তারিখ ১৮.৩০ ঘটিকায় জালালাবাদ থানাধীন লন্ডনী রোড আবাসিক এলাকার প্রবেশ মুখ হতে

১। আবু সাঈদ (২৫) ও ২। মোঃ নজম উদ্দিন (২৬)’দ্বয়কে গ্রেফতার করেন। পরবর্তীতে ১। আবু সাঈদ (২৫) ও ২। মোঃ নজম উদ্দিন (২৬)’দ্বয়কে নিয়ে ৩। দুলাল চন্দ্র সরকার (৪৬) এর দোকানে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে ১। আবু সাঈদ (২৫) ও ২। মোঃ নজম উদ্দিন (২৬)’দ্বয়ের দেখানো এবং সনাক্ত মতে জনৈক তাহমিদ দাউদ কুরাইশ এর বসুন্ধরা কোম্পানীর ০৫ লিটার বিশিষ্ট ৩৫টি কাটুন প্রতি কাটুনে ০৪ বোতল করে=১৪০টি বোতল, যার মূল্য ৯৩,৮০০/- (তিরানব্বই হাজার আটশত) টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন। পরবর্তীতে উক্ত ঘটনায় জনৈক তাহমিদ দাউদ কুরাইশ এর ভাতিজা মইনুল আহমদ (২২) পিতা- আবুল শহীদ, মাতা-শায়েলা বেগম, সাং-জটি, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-বদরুল ভিলা, রিকাবীবাজার, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট বাদী হয়ে অভিযোগ দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-২১, তারিখ-১১/০৭/২০২১খ্রিঃ ধারা-৪২০/৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়!

Related

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন