• ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রেজিস্ট্রেশন পরবর্তী মোবাইলে বার্তা না আসলে টিকা দেয়া হবে না: সিসিক

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ১৩, ২০২১
রেজিস্ট্রেশন পরবর্তী মোবাইলে বার্তা না আসলে টিকা দেয়া হবে না: সিসিক

মঙ্গলবার (১৩ জুলাই ২০২১ খ্রি.) থেকে সিলেটে শুরু হচ্ছে মর্ডানার কোভিড টিকাদান কর্মসূচী। সিলেট সিটি কর্পোরেশনের পরিচালনায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল দু’টি কেন্দ্রে মডার্নার টিকাদান কার্যক্রম চলবে।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রথম দফায় সিলেট মহানগর এলাকার জন্য যুক্তরাস্ট্রের কোভ্যাক্সের মডার্নার ১৯ হাজার ২০০ ডোজ টিকা এসেছে।

তিনি জানান, প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সার্বিক কার্যাবলী/চলাচলে বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে টিকা কেন্দ্রে আসতে পারবেন নাগরিকরা। তবে কেন্দ্র পরিবর্তন করে কেউ টিকা গ্রহণ করতে পারবেন না। এবং টিকাগ্রহণকারীর রেজিস্ট্রেশনকৃত মোবাইলে বার্তা না আসলে টিকা নিতে পারবেন না বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, যারা সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল কেন্দ্র থেকে সিনোফার্ম এর ১ম ডোজ টিকা গ্রহণ করেছিলেন তারা ১৭ জুলাই ২০২১ খ্রি. থেকে আলাদা বুথে ২য় ডোজ টিকা নিতে পারবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন