• ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

মায়ের লাশ গোসল করাতে গিয়ে মারা গেলেন ছেলে

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ১৩, ২০২১
মায়ের লাশ গোসল করাতে গিয়ে মারা গেলেন ছেলে

বানিয়াচংয় উপজেলায় মায়ের লাশ গোসল করাতে গিয়ে এক ছেলের মৃত্যু হয়েছে। উপজেলার ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের মজলিসপুর গ্রামে সোমবার (১২ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতর নাম মাসুম মিয়া (১৪) ,সে ওই গ্রামের আব্দুল হান্নানের ছেলে। তার মায়ের নাম সামিনা বেগম (৬৫)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ক্যান্সারে আক্রান্ত সামিনা বেগম সোমবার বিকেলে মারা যান। সন্ধ্যায় মৃতের লাশ গোসল করাতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে গুরুতর আহত হন মাসুম।

তাৎক্ষণিকভাবে বানিয়াচং সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মাসুমকে মৃত ঘোষণা করেন। ৬ ভাই ও ১ বোনের মধ্যে মাসুম সবার ছোট। তিনি নবম শ্রেণিতে পড়াশোনা করতেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। রাত ৯ টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ দাফনের প্রক্রিয়া চলছিল। এদিকে মা ও ছেলের একই দিনে এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন