• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ১৩, ২০২১
চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাটে ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মো. রাকিব মিয়া (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (১২ জুলাই) র‌্যাবের অভিযানে উপজেলার শ্রীকুটা বাজার এলাকা থেকে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

সে উপজেলার গাজিশাল এলাকার মো. আব্দুল জলিলের ছেলে।

মঙ্গলবার (১৩ জুলাই) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ৬ নম্বর চুনারুঘাট সদর ইউনিয়নের শ্রীকুটা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী মো. রাকিব মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন