• ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

এবার সিলেটে ‘হিজড়া টিভি’র যাত্রা শুরু

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ১৩, ২০২১
এবার সিলেটে ‘হিজড়া টিভি’র যাত্রা শুরু

লাইভ টিভিতে এবার সিলেটের হিজড়ারাও চলে আসছে। অন্যদের মত এ লাইভ টিভিতে হিজড়ারা তাদের অবজ্ঞা-অবহেলা, নিপীড়-নির্যাতন এবং লাঞ্চনা-বঞ্চনাসহ দৈনন্দিন ঘটে যাওয়া নানা চিত্র ও সংবাধ সমাজ দর্পণে তুলে ধরবে।

এ লক্ষ্যে মঙ্গলবার রাতে এস এইচ টিভি (সিলেট হিজড়া টিভি) নামে একটি লাইভ চ্যানেল প্রচারের ঘোষনা দেওয়া হয়েছে। এটি শুধু হিজড়ারাই প্রচার ও পরিচালনা করবে বলে জানা গেছে।

সিলেটের হিজড়া বাউল সংগঠনের সভাপতি নেত্রী রাণী মুখার্জি নেতৃত্বে লাইভের মধ্য দিয়ে এ টিভির শুভ যাত্রা শুরু হবে। এই টিভিতে শুধু মাত্র হিজড়ারা কাজ করবেন।

রাণী মুখার্জি বলেন, আমাদের কথা কেউ কোন পত্রিকা-চ্যানেলে প্রকাশ করতে চায় না। যার ফলে বাধ্য হয়ে আমরা নিজেরাই টিভির যাত্রা শুরু করছি। চলমান কঠোর লকডাউনে আমাদের কতো কষ্টে জীবন-যাপন করতে হয়েছে। একজন সাংবাদিকও এই বিষয় নিয়ে কোন সংবাদ প্রকাশ করেনি। এখন থেকে আমরা আমাদের সংবাদ করবো। – সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন