• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়িসহ ২ চোরাকারবারি গ্রেপ্তার

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ১২, ২০২১
সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়িসহ ২ চোরাকারবারি গ্রেপ্তার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও জগন্নাথপুরে র‍্যাবের পৃথক অভিযানে ৪ লাখ ১৩ হাজার পিস ভারতীয় পাতার বিড়িসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হচ্ছে- বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বিশ্বম্ভরপুর গ্রামের মৃত রাধাকান্ত বিশ্বাসের ছেলে দীনেস বিশ্বাস (৩৮) ও জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে আসাব মিয়া (৪৫)।

রোববার (১১ জুলাই) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৮টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বিশ্বম্ভরপুর থানার দক্ষিণ বাদাঘাট ইউপির ভাটিপাড়া গ্রাম এলাকায় অভিযান চালায়। এসময় অভিযান পরিচালনা করে ২ লাখ ১০ হাজার পিস ভারতীয় পাতার বিড়িসহ দীনেস বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে জগন্নাথপুর থানার কলকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৩ হাজার পিস ভারতীয় পাতার বিড়িসহ আসাব মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •