• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এয়ারপোর্ট থানা এলাকা থেকে ১৪০ ইয়াবাসহ গ্রেপ্তার ২

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ১২, ২০২১
এয়ারপোর্ট থানা এলাকা থেকে ১৪০ ইয়াবাসহ গ্রেপ্তার ২

সিলেট এয়ারপোর্ট থানা এলাকা থেকে ১৪০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (১০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে থানার বাউয়ারকান্দি এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- এয়ারপোর্ট থানার শিমুলকান্দি এলাকার মো. চান মিয়ার ছেলে রুহুল আমিন (১৯) একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. সিদ্দিক (২২)।

রোববার (১১ জুলাই) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি দল এয়ারপোর্ট থানার বাউয়ারকান্দি গ্রামস্থ প্রেমতলা ব্রিজ এলাকায় অভিযান চালায়। এসময় ১৪০ পিস ইয়াবা জব্দসহ মাদক ব্যবসায়ী রুহুল আমিন ও মো. সিদ্দিককে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আফসান আল-আলম নেতৃত্ব দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন