• ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

গোলাপগঞ্জের প্রবীণ শিক্ষক সামছুল হকের ইন্তেকাল

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ৬, ২০২১

গোলাপগঞ্জ প্রতিনিধিঃঃ গোলাপগঞ্জের প্রবীণ শিক্ষক সামছুল হক আর নেই। মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১১ টায় উপজেলার পৌর শহরের কদমতলীস্থ হক ভিলায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহ ওয়া…রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।

উপজেলার সামছুল হক (নানা) স্যার নামে খ্যাত এই শিক্ষক ডঃ সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় ও রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। এছাড়া ও তিনি সরকারী এম সি একাডেমি স্কুল ও কলেজের খন্ডকালীন শিক্ষক ছিলেন।

নানা স্যারের মৃত্যুতে উপজেলা জুড়ে শোক নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সহ বিভিন্ন মাধ্যমে শোক প্রকাশ করেছেন দেশ বিদেশের অগণিত শিক্ষার্থীগণ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন