সিলেটে লকডাউনের পঞ্চম দিনেও সিলেটর কঠোর অবস্থানে ছিলো আইন শৃঙ্খলা বাহিনী। নগরীর বিভন্ন স্থানে দিনব্যাপী অভিযানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও বিনা কারণে ঘর থেকে বের হওয়া লোকজনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি করা হয়েছে জরিমানা। লকডাউন ভঙ্গ করে গাড়ি আটকের পাশাপাশি মামলাও করা হয়েছে।
এসএমপির মিডিয়া শাখা জানায়, লকডাউনের পঞ্চম দিন সোমবার সিলেটে এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার ও ফোর্স যৌথভাবে বিভিন্ন স্থানে ৩২ টি চেকপোস্ট বসিয়ে লকডাউন বিধি নিষেধ অমান্য করায় ১২০টি মামলা ও ১৬৩ টি যানবাহন আটক করা হয়েছে।
এছাড়াও পুলিশি ডিউটির পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ৫ টি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরীর বিভিন্ন স্থানে সর্বমোট ৬২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন