• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

নগরীতে রাতের আঁধারে টিলা কর্তন, দেড় লাখ টাকা জরিমানা

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ৫, ২০২১
নগরীতে রাতের আঁধারে টিলা কর্তন, দেড় লাখ টাকা জরিমানা

সিলেট নগরের বনকলাপাড়ায় রাতের আঁধারে টিলা কাটার দায়ে দুজনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।শনিবার মধ্যরাতে নগরের বনকলাকা পাড়া এলাকা থেকে বিমানবন্দর থানা পুলিশ তাদের টিলা কাটার সময় রাজন চন্দ্র (৩৫), জসিম উদ্দিন (২৬) কে আটক করে। এরপর পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমান আদালতের মধ্যমে তাদের দেড় লাখ টাকা জরিমানা করে। এরা দুজনই কনকলাপাড়া এলাকার বাসিন্দা।

সিলেট মহানগর পুলিশ জানায়, টিলা কাটার খবর পেয়ে শনিবার দিবাগত রাত ২টার দিকে এসআই অমিত সাহার নেতৃত্বে বনকলাপাড়ায় অভিযান চালায় পুলিশ। এসময় রাজন চন্দ্র ও জসিম উদ্দিন ৬ জনে টিলা কাটারত অবস্থায় আটক করা হয়।

পুলিশের থেকে খবর পেয়ে পরিবেশ অধিদপ্তর, সিলেটের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমরান হোসাইন ঘটনাস্থলে এসে টিলা কাটার অপরাধে আটক রাজন চন্দ্র ও রহিসুল ইসলামকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধীত/২০১০) এর ১৫/১ ধারার ৬/খ লঙ্ঘন করার অপরাধে দেড় লাখ টাকা জরিমানা করেন।এছাড়া বাকি ৪ শ্রমিককে ভবিষ্যতের জন্য সতর্ক করে অব্যাহতি প্রদান করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন