সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন শুক্রবার দিনভর ছিল বৃষ্টিভেজা। মাথায় ছাতা নিয়ে বৃষ্টিস্নাত দিনে সকাল থেকেই সিলেট মহানগরী এলাকাসহ ১৩ উপজেলায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে টহল দিয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি।
এছাড়াও সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমা, কুমারগাঁও ও বিমানবন্দর সড়কসহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। জনগুরুত্বপূর্ণ কিছু পরিবহন ছাড়া আর কোনো যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। এতে রাস্তাঘাটে কমেছে মানুষের আনাগোনা, অনেকটা ফাঁকা অবস্থা। প্রয়োজন ছাড়া কোনো যানবাহন বা ব্যক্তিকে এক জায়াগা থেকে অন্য জায়গায় চলাচল করতে দেওয়া হচ্ছে না। এতে কেউ কেউ হেঁটেই রওনা দেন গন্তব্যে।
জানা গেছে, সিলেটের প্রশাসনের উদ্যোগে যথাযথভাবে লকডাউন পালন ও স্বাস্থ্য বিধি অনুসরণ নিশ্চিত করতে বৃহস্পতিবার সারাদিন ব্যাপী সিলেট মহানগর ও সকল উপজেলায় ৩৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
শুক্রবার সিলেট মহানগর ও সকল উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৮৭টি মামলা দায়ের করা হয়। এসময় ২ লাখ ২৫ হাজার ৫শ’ টাকা জরিমানাও করা হয়।
জানা গেছে, শুক্রবার লকডাউন পালন ও স্বাস্থ্য বিধি অনুসরণ নিশ্চিত করতে সারাদিন ব্যাপী সিলেট মহানগর ও সকল উপজেলায় ৩৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে ১৮৭ টি মামলা করা হয় এবং এ সময় ২ লাখ ২৫ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।কোর্ট পরিচালনা কাজে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক সহায়তা করেছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, আনসার ও বিজিবির টিম।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন