• ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

আলমপুরে গাড়ির ধাক্কায় নারী নিহত, পরিচয় চায় পুলিশ

sylhetnewspaper.com
প্রকাশিত জুলাই ২, ২০২১
আলমপুরে গাড়ির ধাক্কায় নারী নিহত, পরিচয় চায় পুলিশ

সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছে।সিলেট-জকিগঞ্জ সড়কের আলমপুর এলাকায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ২৭ জুন রাত পৌনে ১২টার সময় এ ঘটনা ঘটে। তবে ঘাতক গাড়িকে আটক করা যায়নি।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জনায়,২৭ জুন রাত ১১টা ৪০ মিনিটে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে একটি গাড়ি অজ্ঞাতনামা ওই নারীকে ধাক্কা দিয়ে মারাত্মক আহত করে রাস্তায় ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জসিম উদ্দিন আহত নারীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে সুরতহাল রির্পোট প্রস্তুত করে লাশটি ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।লাশটির পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন