• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আজও মনে পরে সেই দিনের কথা দিপু ভাই,-লুৎফুর

sylhetnewspaper.com
প্রকাশিত জুন ২৯, ২০২১
আজও মনে পরে সেই দিনের কথা দিপু ভাই,-লুৎফুর

শেখ মোঃ লুৎফুর রহমান::আমি যখন প্রথম সাংবাদিকতায় আসি তখন আমাকে একজন ব্যক্তি সহযোগিতা করেছেন নিজের ভাই এরমত তিনি হলেন দিপু সিদ্দিকী।যদিও তিনির ছোট বোনকে আমি বিয়ে করেছি এই পেশায় আসার আগে।

আমার যখন আগ্রহ হল সাংবাদিকতা পেশায় কাজ করতে তখন ছিল ২০১০ সাল। তখন তিনিকে আমার মনের কথা প্রকাশ করি,প্রথমে তিনি একটু অবাক হলেন।কারন টাও তিনি যানেন।

পরে হাসি হাসি তিনি আমাকে বললেন, তোমার এ পেশায় হঠাৎ কেন এত আগ্রহ বাড়লো,আমি তখন উত্তরে বললাম ভাই এই পেশাকে আমার ভাল লেগেছে বলে আপনাকে বলছি।
তখন তিনি বললেন তুমি পারবেতো। আমি উত্তরে বললাম পারব।
তখন তিনি আমাকে বললেন, ঠিক আছে তুমি কাল থেকে দৈনিক সিলেটের মানচিত্রের অফিসে আসবে।
আমি উত্তরে খুব আনন্দের সাথে বললাম জ্বী আচ্ছা।

এরপর থেকে আমার সাংবাদিকতার যাত্রা শুরু।অনেক কিছু দিপু ভাই’র কাছ থেকে শিখেছি অনেক সহযোগিতা, আদেশ, উপদেশ ,দিক নির্দেশনা ইত্যাদি।

তখন ছিল নগরীতে একটি থানা শুধু কোতোয়ালী থানা।
এরপর দৈনিক সবুজ সিলেট,দৈনিক সিলেট সুরমা,জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন সিলেট প্রতিনিধি হিসেবে কাজ করেছি অনেক দিন,দৈনিক আমার বার্তাসহ অনেক পত্রিকায়।

এরপর তিনির সহযোগিতায় স্যাটেলাইট চ্যানেলেও কাজ শুরু করেছি।আজ তিনি অসুস্থ আমার মনটায় খুব খারাপ লেগেছে।আমি আল্লাহর কাছে পার্থনা করি তিনিকে যেন তারাতারি সুস্থ করে তুলেন আমিন।

পরিশেষে বলতে চাই, আমরা একটি গণতান্ত্রিক-বহুমাত্রিক সমাজে বসবাস করি, এ সমাজের দর্পণ হচ্ছে গণমাধ্যম, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সুতরাং গণমাধ্যম যখন সঠিকভাবে কাজ না করে তখন বহুমাত্রিক সমাজ ও গণতান্ত্রিক সমাজ ক্ষতিগ্রস্ত হয়।

আজকের পৃথিবীটা এমন হয়ে গেছে মানুষ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। মানুষ এখন অন্যকে নিয়ে ভাবে না। এমনকি পরিবারের অন্য সদস্যদের নিয়েও ভাবে না। মানুষ শুধু ছুটে চলছে, কার আগে কে যাবে। কাকে টপকিয়ে, ল্যাং মেরে উপরে যাবে সেটা নিয়েই ছুটে চলে। এটি একটি অসুস্থ প্রতিযোগিতা।

তাই বলবো গুরুজনকে শ্রদ্ধা আর ভালবাসার চোখে দেখুন এবং পরিবারের মানুষকে ভালবাসতে শিখুন তবে জীবনে বড় হতে পারবেন, নতুবা হোঁচট খেয়ে সাগরে বাসবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন