• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট নগরিতে নামছে পুলিশের ২০ টিম

sylhetnewspaper.com
প্রকাশিত জুন ২৮, ২০২১
সিলেট নগরিতে নামছে পুলিশের ২০ টিম

করোনাভাইরাসের সংক্রমণ ও এতে মৃত্যু বেড়ে যাওয়ায় সারা দেশে আগামী ৩ দিনের লকডাউন নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ লকডাউন বাস্তবায়নে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২০ টি টিম সকাল থেকেই মাঠে নামবে। নগরী ও নগরীর বিভিন্ন প্রবেশমুখে থাকবে পুলিশের শক্ত অবস্থান।

পুলিশ সূত্র জানায়, সরকারি নির্দেশনা মতে জরুরি সেবা, পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যাতীত সিলেট নগরীতে কোন গাড়ি চলতে দেওয়া হবে না।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহলের মাধ্যমে বাস্তবায়ন করা হবে লকডাউন। মেট্রোপলিটন পুলিশের ৬ থানা, ৮টি ফাঁড়ি, ৩ টি তদন্ত কেন্দ্র, ট্রাফিক বিভাগ, ডিবি পুলিশ, পুলিশ লাইন্স মিলে মোট ২০টি ইউনিট সকাল থেকেই মাঠে থাকবে বলে জানিয়েছে এসএমপি সূত্র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন