• ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

নগরীর মেন্দিবাগে ২ যুবককে কুপিয়েছে সন্ত্রাসীরা, আটক বাদল নামের এক যুবক

sylhetnewspaper.com
প্রকাশিত জুন ২৬, ২০২১
নগরীর মেন্দিবাগে ২ যুবককে কুপিয়েছে সন্ত্রাসীরা, আটক বাদল নামের এক যুবক

নিজস্ব প্রতিবেদকন:: গরীর মেন্দিবাগ পয়েন্টের ল’ কলেজ ও আবুল মাল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের রাস্তায় দুই যুবককে কুপিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় বাদল নামের একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- শাহী ঈদগাহ এলাকার মো. নাজিম উদ্দিনের ছেলে রাইসুল (২৬) ও ইলেকট্রিক সাপ্লাই এলাকায় আব্দুল গফুরের ছেলে আব্দুল আহাদ (২৮)। এর মধ্যে আব্দুল আহাদ অবস্থা আশঙ্ক্ষাজনক। তাকে ঢাকায় নেয়া হচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, হামলাকারীরা এবং আহতরা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তবে কিজন্য এ ঘটনাটি ঘটিয়েছে তা এখনও বলতে পারছে না পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান- মেন্দিভাগ পয়েন্টের পূর্বপাশ শাহপরাণ থানাধীন রোজ ভিউ পয়েন্টে তাদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মেন্দিবাগ ল’ কলেজ পয়েন্টের ওখানে আসলে তাদেরকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে তাৎক্ষণিক এসএমপির উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) এহসান চৌধুরী, কোতয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ ও শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান ঘটনাস্থল পরির্দশন করেন।

ঘটনাস্থল পরির্দশনের পর এসএমপির উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) সুহেল রেজার নির্দেশনায় শুক্রবার রাত সোয়া ১২টার শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান ও থানার সেকেন্ড অফিসার এসআই সুহেলের নেতৃত্বে একদল পুলিশ সাড়াঁশি অভিযান চালিয়ে উপশহর থেকে বাদলকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান। তিনি জানান, ঘটনার পর থেকেই পুলিশ হামলাকারীদের গ্রেফতারের অভিযান চালিয়ে যাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •