• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

নগরীর খাসদবির এলাকা থেকে তরুণী নিখোঁজ

sylhetnewspaper.com
প্রকাশিত জুন ২১, ২০২১
নগরীর খাসদবির এলাকা থেকে তরুণী নিখোঁজ

সিলেট নগরের খাসদবির এলাকা থেকে সাবিরনা সুলতানা রুমি (২২) নামের এক তরুণী নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার (২০ জুন) বিকেল থেকে তিনি নিখোঁজ রয়েছেন।সোমবার (২১ জুন) দুপুরে সিলেট মহানগর পুলিশের সদর দপ্তর থেকে প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নিখোঁজ রুমি গোয়াইনঘাট থানাধীন বহর গ্রামের আব্দুল মন্নানের মেয়ে। বর্তমানে তারা সপরিবার নিয়ে খাসদবির এলাকার উদয়ন ইলাশকান্দি রোডের ৪৭/এ নং বাসায় বসবাস করে আসছেন।

নিখোঁজ তরুণীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকাল ৫টার দিকে সুলতানা রুমি হাটা-হাটি করার জন্য বাসা থেকে বের হন। এরপর তিনি আর বাসায় ফিরেননি। তার পরিবারের সদস্য আত্মীয়স্বজনসহ সম্ভাব্য অনেকের বাসা-বাড়িতে খোঁজ করে তার কোন সন্ধান পাননি। তার উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামলা (হালকা পাতলা গঠন) নিখোঁজ হওয়ার সময় তার পড়নে ছিলো কালো বোরকা ও হাত-পায়ে কালো মোজা ছিলো।

এদিকে এ ঘটনায় বিমানবন্দর থানায় গতকাল রাতেই রুমির পিতা আব্দুল মান্নান সাধারণ ডায়রি করেছেন জানিয়ে পুলিশ বার্তায় উল্লেখ করে, মহানগর পুলিশ রুমির সন্ধানে সিলেটের থানাগুলোতে বেতার বার্তা পাঠিয়েছে এবং পুলিশের নিখোঁজ তরুণীর সন্ধান পেতে পুলিশ কাজ করে যাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন