• ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাটে স্ত্রী ও দুই শিশু সন্তান হত্যার দায়ে হিফজুর আটক

sylhetnewspaper.com
প্রকাশিত জুন ১৯, ২০২১
গোয়াইনঘাটে স্ত্রী ও দুই শিশু সন্তান হত্যার দায়ে হিফজুর আটক

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাটে ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামে মা ও ছেলে-মেয়ে হত্যার ঘটনায় আনুষ্ঠানিক আটক করা হয়েছে হিফজুরকে।

শনিবার (১৯জুন) দুপুরে সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনাটি নিহত আলেমার স্বামী হিফজুর রহমানই ঘটিয়েছে। আজ আনুষ্ঠানিক তাকে আটক দেখানো হবে। আগামীকাল রোববার তাকে আদালতে নিয়ে রিমান্ড আবেদন করবে পুলিশ।

উল্লেখ্য- গত বুধবার (১৬ জুন) সকালে পুলিশ লাশ গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নিহতরা হলেন- বিন্নাকান্দি গ্রামের হিফজুর রহমানের স্ত্রী আলিমা বেগম (৩০), তার ছেলে মিজান (১০) ও মেয়ে তানিশা (৩)।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন