• ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জন্মদিনে শুভাকাংখীদের ভালবাসায় সিক্ত শেখ লুৎফুর

sylhetnewspaper.com
প্রকাশিত জুন ১৬, ২০২১
জন্মদিনে শুভাকাংখীদের ভালবাসায় সিক্ত শেখ লুৎফুর

জন্মদিনে সহকর্মী ও শুভাকাংখীদের ভালবাসায় সিক্ত হয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও অনুসন্ধান কল্যান সোসাইটির সিলেট এর আহবায়ক সাংবাদিক শেখ মোঃ লুৎফুর রহমানের জন্মদিনে কেক কেটে তাকে প্রিয় সহকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

গতকাল মঙ্গলবার রাত ৯ টায় উপশহর সৈয়দ মুহিবুর রহমান মিছলু’র উদ্যেগে তিনির বাসায় এ আয়োজন করা হয়।শেখ মোঃ লুৎফুর রহমানের বয়স উনচল্লিশ বৎসর শেষ হয়ে চল্লিশ বৎসরে পা রাখেন।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ফয়ছল আহমদ, দৈনিক সকাল বেলা পত্রিকার সিলেট ব্যুরো চীফ ও সুপার বাংলা টিভির চেয়ারম্যান সাংবাদিক সৈয়দ মুহিবুর রহমান মিছলু,সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের আহমেদ শাকিল,মেঃ নাজিম উদ্দিন,অনুসন্ধান কল্যান সোসাইটি সিলেট এর আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মোঃ লুৎফুর রহমান শিকদার,ব্যাবসায়ী আঞ্জব আলী, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব সিলেট জেলা শাখার সভাপতি কে টিভির সিলেট প্রতিনিধি ফারুক আহমদ, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফুর রাজুর।
আরো উপস্থিত ছিলেন সৈয়দ মানহা রহমান ও সৈয়দা মাহজাবিন মেহের প্রমুখ ।

সবশেষে শেখ মোঃ লুৎফুর রহমান বলেন,আমাকে মানুষ ভালবাসে এটি আমার তাদের কা়ছে চাওয়া পাওয়া ।আমি এ ভালবাসার বন্ধনে বাকি জীবন টুকু তাদেরকে নি়য়ে কাটিয়ে যেতে চাই।আমি সব সময় আল্লাহর কাছে এই পার্থনা করি কখনও যেন আমার জানা সত্বে কাহারও ক্ষতির বাগিদার না করেন।মানুষের উপকারে যেন নিজকে বিলিয়ে দিতে পারি এই পার্থনা করি খোদার কাছে।আর আপনারা যারা বন্ধু আছেন আমার ও আমার মা-বাবা ছেলে মেয়েসহ পরিবারের জন্য দোয়া করবেন বলে জনান তিনি।বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন