প্রধান আসামি নাসির উদ্দিন গ্রেপ্তার হওয়ায় স্বস্তি প্রকাশ করে চিত্রনায়িকা পরীমণির বলেছেন,‘এখন সাহস পাচ্ছি।শান্তিতে নিশ্বাস নিতে পারছি। অভিযোগ প্রকাশ্যে আসার পর দ্রুত প্রধান আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।সোমবার রাতে (১৪ জুন) বনানীর নিজ বাসভবনে সংবাদ সম্মেলন তিনি একথা বলেন।
পরীমণি জানিয়েছে, ‘তিনি শেষ পর্যন্ত মামলা লড়তে চাই। নিশ্চিন্ত হলাম যে বিচার পাবো। বাকি যারা অভিযুক্ত তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হোক।’
দোষীদের কি রকম শাস্তি আশা করেন সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন,আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ শাস্তি আশা করি।
এরআগে,সোমবার দুপুরে পুলিশের ঢাকা মহানগর উত্তর বিভাগ চিত্রনায়িকা পরীমণির দায়ের করা মামলার প্রধান আসামি নাসির উদ্দিনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় নাসির উদ্দিনের বাসা থেকে বিদেশি মদ, বিয়ারসহ মাদক দ্রব্য উদ্ধার করা হয়।সোমবার দুপুর ১২টার দিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি।
সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন জানান, মামলায় উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ, অমিসহ ছয়জনকে আসামি করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন