• ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

৫০০ পিস ইয়াবাসহ বড়লেখায় মাদক কারবারি গ্রেপ্তার

sylhetnewspaper.com
প্রকাশিত জুন ১৪, ২০২১
৫০০ পিস ইয়াবাসহ বড়লেখায় মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় ৫০০ পিস ইয়াবাসহ শোয়েব আহমদ (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১৩ জুন) বিকেলে উপজেলার দক্ষিণভাগ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সে জুড়ী উপজেলার পূর্ব-বটুলী গ্রামের শফিকুর রহমানের ছেলে।পুলিশ জানিয়েছে, সে কুলাউড়া থানার পিছনে শ্বশুর খোকন আহমদের বাসায় থেকে মাদক ব্যবসা চালাচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদারের নির্দেশনায় উপ পরিদর্শক (এসআই) আতাউর রহমান ও সহকারী উপ পরিদর্শক (এসএসআই) পিযুষ কান্তি দাস রোববার বিকেলে উপজেলার দক্ষিণভাগ বালিকা উচ্চ বিদ্যালয়র সংলগ্ন এলাকায় অভিযান চালান। এসময় ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শোয়েব আহমদকে গ্রেপ্তার করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
   
     

Warning: Trying to access array offset on value of type bool in /home/sylhetn4/public_html/wp-content/themes/shakil news/inc/post-query.php on line 110