• ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট-৩ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন আতিক

sylhetnewspaper.com
প্রকাশিত জুন ১০, ২০২১

নিউজ ডেস্কঃঃসিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনয়ন পেয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিক।

বুধবার বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় পার্টির আগ্রহী প্রার্থীদের সাক্ষাতকার শেষে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়।

সিলেট-৩ আসন ছাড়াও ১৪ জুলাই অনুষ্ঠেয় অপর দু’টি সংসদীয় আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনয়ন পেয়েছেন মোস্তাকুর রহমান মোস্তাক (ঢাকা-১৪) ও মো. জসিম উদ্দিন (কুমিল্লা-০৫)।

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি,প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি,অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম,অতিরিক্ত মহাসচিব(সিলেট বিভাগ) এটিইউ তাজ রহমান,অতিরিক্ত মহাসচিব(চট্টগ্রাম বিভাগ) অ্যাডভোকেট মো.রেজাউল ইসলাম ভূঁইয়া, অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ) লিয়াকত হোসেন খোকা এমপি।

বুধবার বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যান’র প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন