• ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

কাজীটুলায় ৫ তলা ভবন থেকে পড়ে তরুণের রহস্যজনক মৃত্যু

sylhetnewspaper.com
প্রকাশিত জুন ৮, ২০২১
কাজীটুলায় ৫ তলা ভবন থেকে পড়ে তরুণের রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্কঃ সিলেট নগরীতে এক তরুণের রহস্যজনক মৃত্যু ঘটেছে। সোমবার (৭ জুন) সকালে নগরীর কাজিটুলার ঊঁচাসড়কস্থ চৌধুরী ভিলা নামক ৫ তলা বাসার নিচ থেকে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর দুপুর দেড়টার দিকে ওই তরুণের মৃত্যু হয়।

নিহতের নাম রাবিদ আহমদ নাজিম (২৭)। তিনি সিলেটের শাহপরাণ থানার পিরেরবাজার এলাকার আটগাও কেউয়া গ্রামের নুর মিয়ার ছেলে।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আবু ফরহাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। তিনি আরও বলেন, বিষয়টি বুঝা যাচ্ছে না কেউ ফেলে দিয়েছে না কি সে নিজে পড়ে গেছে। তাছাড়া ওই বিল্ডিংয়ের ৫ তালায় সে যে রুমে থাকতো সেখানে ইয়াবা ও মাদকের সরঞ্জাম পাওয়া গেছে ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন