• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

চার হাত, চার পা নিয়ে নবজাতকের জন্ম

sylhetnewspaper.com
প্রকাশিত জুন ৫, ২০২১

নিউজ ডেস্ক :: দিনাজপুর বীরগঞ্জে চারটি হাত ও চারটি পা নিয়ে একটি শিশুর জম্ম হয়েছে। জন্মের পর স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেছে শিশুটি। মায়ের দুধও পান করেছে সে।

শুক্রবার বিকালে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটি সুস্থ আছে। এর আগে ভোরের দিকে উপজেলার একটি ক্লিনিকে শিশুটির জন্ম হয়। প্রসূতি মা ও নবজাতক এখন নিজ বাসভবনে রয়েছে।

শিশুটির বাবার নাম গোলাম রব্বানী পেশায় দিনমজুর। তিনি কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা।

মুঠোফোনে গোলাম রব্বানী বলেন, বৃহস্পতিবার রাতে খাওয়াদাওয়ার পর তার স্ত্রীর প্রসববেদনা উঠলে মাইক্রোবাসে করে উপজেলার একটি ক্লিনিকে স্ত্রীকে নিয়ে যাওয়া হয়। ক্লিনিকে সেসময় কোনো চিকিৎসক ছিলেন না। পরে ভোরে স্ত্রীর সন্তান প্রসব হয়। তার সন্তানের চারটি হাত ও চারটি পা। শরীরের বাম পাশে কোমর ও পেটের মাঝামাঝি থেকে বাড়তি দুটি করে হাত-পা বের হয়েছে।

জেলা সিভিল সার্জন আবদুল কুদ্দুস বলেন, অটিজম ও জিনগত কারণে এই ধরনের জন্মগত ত্রুটি হয়। এছাড়া গর্ভকালীন গর্ভনিরোধক পিল কিংবা চিকিৎসকের পরামর্শ ব্যতীত উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক সেবন করলে এই ধরনের ঘটনা ঘটে। গর্ভাবস্থায় আলট্রাসনোগ্রাফিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •