• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সিলেট ৩ আসনে আ’লীগের মনোনয়ন কিনলেন যারা

sylhetnewspaper.com
প্রকাশিত জুন ৫, ২০২১

স্টাফ রিপোর্টার :: জাতীয় সংসদের সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দলীয় ফরম সংগ্রহের প্রথম দিন শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সম্ভাব্য চার প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

তারা হচ্ছেন প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির সহধর্মিনী ফারজানা সামাদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, ম্যানচেস্টার আওয়ামীলীগের সাবেক সভাপতি এনাম উল ইসলাম।

ফারজানা সামাদ চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় নব-নিযুক্ত মহাসচিব কে এম শহিদুল্লাহ, সহ-সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া, সিলেট জেলা পরিষদ সদস্য ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েস ও প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির পিএস জুলহাস আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার পুত্র সাব্রিয়ান মিসবাহ, সিলেট সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা আর এম রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

হাবিবুর রহমান হাবিবের পক্ষে তিনি নিজে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন নাছিম রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এনাম উল ইসলামের পক্ষে তিনি নিজে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

শুক্রবার থেকে শুরু হওয়া বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা আগামী ১০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন